Kurnool Bus Fire

ফেটেছে ২৩৪টি স্মার্টফোন, বাসের এসি ব্যাটারি, বেরল ভয়াবহ দুর্ঘটনার তদন্তে

জাতীয়

অন্ধ্র প্রদেশের কুর্নুলে পুড়ে যাওয়া বাস।

কুর্নুলের সেই বাসে ২৩৪টি স্মার্টফোন ফেটে গিয়েছিল। সে কারণেই আগুন অতি দ্রুত ছড়ায় বলে অনুমান ফরেনসিক বিশেষজ্ঞদের। অন্ধ্র প্রদেশের বাসটিতে আগুন লেগে মারা গিয়েছেন ১৯ যাত্রী।
গত শুক্রবার কুর্নুলে চলন্ত এই এসি বাসে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। বেঁচে গিয়েছেন যে যাত্রীরা, তাঁরা জানিয়েছেন প্রাণপণে চেষ্টা করেছিলেন জানালা ভাঙার। বাসটির প্রায় সব অংশ পুড়ে খাক হয়ে গিয়েছে। 
শুক্রবার এসি স্লিপার বাসটি অন্ধ্র প্রদেশ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে কুর্নুলের রাস্তায় একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ভোর তিনটেয় এই ঘটনার পরই লাগে আগুন। বাইকটি বাসের নিচে আটকে যায়। বেশ খানিকটা রাস্তা হেঁচড়ে যেতে থাকে চলন্ত বাসের তলায়। ১৯ যাত্রীর পাশাপাশি ওই বাইক আরোহীরও মৃত্যু হয় দু্র্ঘটনায়।
শনিবার ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্তে নেমে বলেছেন ২৩৪টি স্মার্টফোন ওই বাসে করে ব্যবসায়িক কারণে পাঠানো হচ্ছিল। তার মোট দাম প্রায় ৪৬ লক্ষ টাকা। আগুন লাগার পর স্মার্টফোনের ব্যাটারি ফাটে। সে কারণে অতি দ্রুত আগুন ভয়াবহ চেহারা নেয়। বেঙ্গালুরুর একটি ই-কমার্স সংস্থার দপ্তরে পৌঁছানোর কথা ছিল ওই ফোনগুলির। সেখান থেকে ক্রেতাদের হাতে যাওয়ার কথা। 
অন্ধ্র প্রদেশ দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল পি বেঙ্কটরমন বলেছেন, ‘‘কেবল মোবাইল ফোন ফাটেনি। ফেটে গিয়েছিল বাসটির এসি মেশিনের ব্যাটারিও। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাসের মেঝেয় অ্যালুমনিয়ম গলে গিয়েছে।’’ 
ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, আগুন লাগে বাসের সামনে। জ্বালানি কোনও ভাবে লিক করে বেরিয়ে পড়ছিল। তার ওপর রাস্তার একটি বাইকও বাসের নিচে চলে আসে। তীব্র উত্তাপ সৃষ্টি হয়। তা থেকে আগুন লাগে জ্বালানিতে। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে বাসে।   
ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, গতি এবং ওজন কমানোর জন্য বাসে লোহার বদলে অ্যালুমনিয়ম ব্যবহার করা হয়েছে। তার জন্য ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। উল্লেখ্য, এই ঘটনার কিছুদিন আগেই রাজস্থানের জয়শলমীরে আগুন লেগেছিল এসি বাসে।

Comments :0

Login to leave a comment