Snake Venom

শিলিগুড়িতে সাপের বিষ সহ গ্রেপ্তার ৩

জেলা

পাচারের আগে প্রায় ৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার মুরলিগঞ্জ থেকে ৩কেজি ৭৯৮ গ্রাম সাপের বিষ সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো মহম্মদ শাহনাওয়াজ, তৌহিদ আলম ও মহম্মদ আজমল। প্রত্যেকেই উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করা হয়। মঙ্গলবার রাতে বাগডোগরা বনদপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জে গোপন অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন একটি চার চাকা গাড়ি ও স্কুটি আটক করা হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে সাপের বিষ। বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃতদের কাছে থাকা দুটি জার উদ্ধার করা হয়েছে। সেই দুটি জার থেকে মোট ৩কেজি ৭৯৮ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫  কোটি টাকা। ধৃত তিন পাচারকারী পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিলো বিপুল পরিমান সাপের বিষ। পাচারের আগেই গ্রেপ্তার করা হয় তাদের। এই ঘটনায় ধৃত পাচারকারীদের সাথে কোন বড় চক্রের যোগ রয়েছে কিনা জানতে তদন্ত শুরু করেছে বাগডোগরা বনদপ্তর।

 

 

Comments :0

Login to leave a comment