CONTRACTUAL WORKERS JOB LOSS

কাজে যোগ দিতে এসে কাজ খোয়ানোর খবর পেলেন ৩ অস্থায়ী কর্মচারী

রাজ্য জেলা

contractual workers plight indian post bengali news কাজ হারানো এক শ্রমিক। নিজস্ব চিত্র।

কাজে যোগ দিতে এসে শুনলেন কাজ নেই! বেসরকারীকরণের ঠেলায়  নিমেষের মধ্যে এমনই অনিশ্চয়তা নেমে এল জলপাইগুড়ির তিন অস্থায়ী কর্মচারীর জীবনে। ঘটনাস্থল জলপাইগুড়ি বড় পোস্ট অফিস চত্ত্বর। 

কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভাগ সিজিএইচএস সেন্টারে ২০১৯ সাল থেকে ঠিকাদারের অধীনে নৈশ প্রহরী পদে কর্মরত ছিলেন  তিন কর্মী। মঙ্গলবার বিকেলে কাজে যোগ দিতে এসে চাকরি হারানোর খভর পান তাঁরা।

ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই বিভাগে নতুন একটি সংস্থা সর্বভারতীয় স্তরে টেন্ডার পেয়েছে। দায়িত্ব পাওয়া মাত্র পুরনো কর্মীদের ছাঁটাই করতে শুরু করেছে নতুন সংস্থা। 

হঠাৎ কাজ হারানোর খবর পেয়ে একজন অস্থায়ী কর্মী অসুস্থ হয়ে পড়েন।  ঘটনার খবর পেয়ে  ডাক বিভাগের বামপন্থী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব অসুস্থ ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করার ব্যাবস্থা করেন।

অপর কর্মচ্যুৎ কর্মী ঊষা দেবী জানান, আমরা ২০১৯ সাল থেকে ঠিকাদারের অধীনে কাজ করছিলাম, এখন শুনছি নতুন ঠিকাদারী সংস্থা  সেন্টার চলানোর টেন্ডার পেয়েছে। এবং আমাদের কাজ থেকে সরিয়ে নতুন অস্থায়ী কর্মী নিয়োগ করেছে।  আমরা এখন কোথায় যাবো, কি ভাবে বাঁচবো?

অপরদিকে সিজিএইচএস সেন্টারের দায়িত্ত্ব প্রাপ্ত এক ব্যক্তি জানান, নতুন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেয়েছে এইটুকুই বলতে পারি।

 

Comments :0

Login to leave a comment