Gangasagar Mela

স্নানের ঘাট মাত্র দু’টি, প্রবল ভিড়ে দমবন্ধ অবস্থা গঙ্গাসাগরে

রাজ্য জেলা

মনোজ আচার্য: গঙ্গাসাগর

সাগরে মকর স্নানের জন্য কাতারে কাতারে মানুষ জড়ো হতে শুরু করেছেন। এদিকে স্নানের ঘাট মাত্র দু'টি। এই পরিস্থিতিতে স্নানের ঘাটমুখী মানুষের ঠাসা ভিড়ে যে কোন দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকছে। প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা বেগতিক বুঝে পুলিশ, নিরাপত্তা কর্মী, স্বেচ্ছাসেবক বাহিনী যারপরনাই চেষ্টা চালালেও পরিস্থিতি প্রতি মূহর্তে বেগতিক হয়ে উঠছে। বুধবার ভোর থেকে মানুষের প্রবল ভিড়ে ঠাসা ছবিটা জানান দিচ্ছে সঠিক পরিকল্পনার ক্ষেত্রে যথেষ্ট খামতিই রয়েছে যার ফলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠছে। স্নানমুখী ঘাটের রাস্তা, মেলার চারিপাশে দু কদম হেঁটে যাওয়াটাই দুস্কর হয়ে উঠেছে বুধবার ভোর থেকেই। অবস্থা এতটাই বেগতিক কোনো সাংবাদিককেও যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশ নিরাপত্তা রক্ষীরাই বলছেন দেখছেন কি অবস্থা! এদিকে স্নানের সময় ধার্য হয়েছে বুধবার বেলা একটা থেকে বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত। বুধবার ভোর থেকেই যদি এই পরিস্থিতি হয় তবে সময় যত এগোবে পরিস্থিতি যে আরও বেগতিক হয়ে উঠতে চলেছে তা নিয়ে যথেষ্ট আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মধ্যে। মেলার পরিকাঠামো, ব্যবস্থাপনা নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা যতই বড়াইয়ের কথা শোনাক না কেন তাদের বলার ভাষ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির যে মিল নেই তা পুন্যস্নানের পাক্ মুহূর্তের পরিস্থিতিই জানান দিচ্ছে। মানুষের ভিড় সামলাতে বাঁশের ব্যারিকেড করা সংকীর্ণ রাস্তায় কার্যত দমবন্ধ করা ভিড়ে ঠাসা পরিস্থিতিতে মানুষকে দীর্ঘক্ষণ আটকে রাখা হচ্ছে। শিশু, বয়স্কদের যেকোনো মূহূর্তে অঘটন ঘটে যাওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে। এদিকে দুটো মাত্র স্নানের ঘাট নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিচ্ছেন পুন্যস্নানে আসা মানুষজন। বেশ কয়েক মাস আগে থেকেই তো সমুদ্রের জলোচ্ছ্বাসে বিলীন হয়েছে স্নানের বাকি ঘাট গুলো, তবে মেলার আগে কেন সে ঘাট গুলোর পুনসংস্কার করা হয়নি? প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে মেলার দায়িত্বে থাকা তৃণমূলের নেতা মন্ত্রীরা দাবি করেছেন স্নানের ঘাটের বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, বুধবার ভোর থেকে মানুষের চুড়ান্ত হয়রানি, ভিড়ে দমবন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি ও ঘন্টার পর ঘন্টা ভিড়ে ঠাসা সংকীর্ণ রাস্তায় ঠায় দাড়িয়ে থাকা মানুষের এক শোচনীয় অবস্থা তৃণমূলের নেতা মন্ত্রীদের সেই বিকল্প ব্যবস্থার আশ্বাসকে কার্যত নস্যাৎ করে দিচ্ছে। মেলার খরচের বহর, মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী'র ছবি পোস্টারের ছয়লাপ অবস্থা,হাজারো মাইকে মমতা ব্যানার্জির নামে লাগাতার প্রশস্তিবাক্যের কচকচানি, এসবের আড়ালে সাগর মেলার এক চুড়ান্ত অব্যবস্থার ছবিটাই ধরা পড়ছে। এই মেলা যেন মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জি সর্বোপরি তৃণমূলের মেলা। মানুষের মেলা নয়। মানুষের মিলন ক্ষেত্র নয়। মানুষের জন্য চুড়ান্ত খামতি, অব্যবস্থা যেন সেই ভাষ্যকেই তুলে ধরছে।

Comments :0

Login to leave a comment