Greenland

ট্রাম্পকে চ্যালেঞ্জ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন। এক বার্তায় তিনি জানিয়েছেন, যদি আমেরিকা ও ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয়, তবে তারা সবসময় ডেনমার্কের পাশেই থাকবো।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের পাশে দাঁড়িয়ে বলেন, ‘আমরা এখন এক ভূ-রাজনৈতিক সংকটের মুখোমুখি। এই মুহূর্তে যদি আমাদের আমেরিকা ও ডেনমার্কের মধ্যে কোন একজনকে বেছে নিতে হয়, তবে আমরা ডেনমার্ককেই বেছে নেব।’ 
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘এটা ওদের সমস্যা। আমি ওর (নিলসেন) সঙ্গে একমত নই। আমি জানি না উনি কে, উনার সম্পর্কে আমি কিছু জানিও না। তবে এটা উনার জন্য এক বিশাল সমস্যা হতে যাচ্ছে।’
গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিদেশ সচিব মার্কো রুবিওর এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই এই পরিস্থিতি তৈরি হয়। ডেনমার্কের বিদেশমন্ত্রী লারস লোকে রাসমুসেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এই আলোচনাকে একটি রুদ্ধদ্বার বৈঠকে নিয়ে আসা, যেখানে আমরা একে অপরের চোখে চোখ রেখে কথা বলতে পারব।’
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পকে উদ্দেশ্যে করে জানিয়েছেন, ঠান্ডা যুদ্ধের সময়ের এক নিয়ম অনুযায়ী— যদি আমেরিকা এই দেশ দখল করার চেষ্টা করে, তবে ডেনমার্কের সেনারা "আগে গুলি চালাবে এবং পরে প্রশ্ন করবে।" তবে তিনি স্বীকার করেছেন যে আমেরিকার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত চ্যালেঞ্জিং।
ডেনমার্ক কয়েক শতাব্দী ধরে গ্রিনল্যান্ড শাসন করছে। ১৯৭৯ সাল থেকে স্বায়ত্তশাসনের পথে হাঁটলেও, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডের অধিকাংশ মানুষ ডেনমার্কের অধীনে থাকতেই সন্তুষ্ট।

Comments :0

Login to leave a comment