ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন এবং রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বেআইনি ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে কলকাতায় মিছিল বামপন্থী দলগুলোর। মিছিলে রয়েছেন প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ রাজ্য বামফ্রন্টের শীর্ষ নেতারা। মিছিল ধর্মতলা থেকে শুরু হয়ে যাবে কলকাতার মার্কিন উপ-দূতাবাস পর্যন্ত।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৩ জানুয়ারি। রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে সেই দেশের রাষ্ট্রপতি ভবন থেকে তুলে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। তাদের রাখা হয়েছে জেলে। মাদক পাচারের সাথে যুক্ত থাকার মিথ্যা অভিযোগ এনে এই অভিযান চালায় মার্কিন সেনা। সেদিনই প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করে সিপিআই(এম)।
Comments :0