IRAN USA

শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা খামেনির বার্তা

আন্তর্জাতিক

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকে মদত দেওয়াকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে সতর্ক করলেন সেই দেশের সর্বচ্চ নেতা খামেনি।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি এক্স-এ লিখেছেন, ‘ইরানি জাতি শত্রুদের মোকাবিলায় নিজের পরিচয় প্রমাণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কবার্তা যে, তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড তারা বন্ধ করুক।’ তিনি আরও যোগ করেন যে, ইরান অত্যন্ত শক্তিশালী ও সচেতন এবং তারা তাদের শত্রুদের ভালো করেই চেনে। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি এখন সব থেকে বেশি চ্যালেজ্ঞের মুখে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান শাসকগোষ্ঠী।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোণঠাসা করতে নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই নিয়ম অনুযায়ী, যে সমস্ত দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে, তাদের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে। ট্রাম্পের এই পদক্ষেপ মূলত ইরানকে অর্থনৈতিক ভাবে বিপদে ফেলার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন যে, তিনি ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে "লো-রিস্ক" থেকে "হাই-রিস্ক" পর্যন্ত বিভিন্ন পথ নিয়ে ভাবছেন। উল্লেখ্য যে, গত ১০ দিন আগে তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র "লকড অ্যান্ড লোডেড" (আক্রমণের জন্য প্রস্তুত) হয়ে আছে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে ইরানে এ পর্যন্ত অন্তত ৬৪৬ জন প্রাণ হারিয়েছেন। সরকার ইতিমধ্যে দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দিয়েছে, তবে ট্রাম্প প্রশাসন ইন্টারনেট পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস দিয়েছে।
জানা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ-এর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। ইরানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে আলোচনার পথ একেবারে বন্ধ হয়ে যায়নি, তবে তা হতে হবে "পারস্পরিক স্বার্থের ভিত্তিতে"।
বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান পরিস্থিতি কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Comments :0

Login to leave a comment