Weather

শনিতে ফের নিম্নগামী বঙ্গের তাপমাত্রা

রাজ্য কলকাতা

বিগত কয়েকদিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শনিবার ফের নামলো কলকাতার তাপমাত্রা। সেই সঙ্গে জেলাগুলিতে জারি শৈত্যপ্রবাহ। রাজ্যে উত্তুরে হওয়া প্রবেশের পথে বিশেষ কোনও বাধা না থাকায়, রাজ্যজুড়ে ব্যাপক ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে জারি রয়েছে কুয়াশার দাপটও।


শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। আপাতত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হচ্ছেনা বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি, আগামী কয়েকদিন স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমই থাকবে বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা। 


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  রাজ্যের সর্বত্রই জারি থাকছে কুয়াশার সতর্কতা। এর জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে দৃশ্যমানতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে। ফলত ওই জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাওয়ায় মালদা ও উত্তর দিনাজপুরের দু- একটি জায়গায় গোটা দিনজুড়েই ব্যাপক ঠান্ডা অনুভূত হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।
শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা  ছিল বোলপুরের শ্রীনিকেতনে। এদিন ওখানকার তাপমাত্রা ৬.৬ ডিগ্রিতে নেমে যায়। পাশাপাশি, বাঁকুড়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস সহ ডায়মন্ড হারবারে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে নামে এদিনের পারদ। এদিন উত্তরবঙ্গের দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস যা রাজ্যের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি, জলপাইগুড়িতে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার ও রায়গঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস সহ বালুরঘাটে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নামে পারদ।

 

  

Comments :0

Login to leave a comment