বুধবার ব্যস্ত সময় বিবি গাঙ্গলি স্ট্রিটের আসবাবের দোকানের ভয়াবহ আগুন। এদিন বেলার দিকে একটি আসবাবের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে পাশের দোকান গুলোয় ছড়িয়ে পড়ে সেই আগুন। দমকলের ১০টি ইজ্ঞিন চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের আনার জন্য। এলাকা ঘিঞ্জি হওয়ায় তাদের কাজ করতে সমস্যা হচ্ছে।
জানা গিয়েছে দোকানে কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশ পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রাণে বাঁচতে অনেকে রাস্তায় নেমে এসেছে।
Fire
বিবি গাঙ্গলি স্ট্রিটে আগুন
×
Comments :0