Water in hospital's ICU

জয়পুরে হাসপাতালের আইসিইউ-তে জল, সরাতে হলো ভেন্টিলেশনে থাকা রোগীদেরও

জাতীয়

রাজস্থানের একটি সরকারি হাসপাতালের আইসিইউতে জল জমে যাওয়ার কারণে ১৪ জন গুরুতর অসুস্থ রোগীকে সরাতে হয়েছে অন্য হাসপাতালে। তার মধ্যে ১০ রোগী ছিলেন ভেন্টিলেশনে। 
ঘটনাটি জয়পুরের সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের।  হাসপাতালের ট্রমা সেন্টারের প্রধান ডাঃ বিএল যাদব বলেছেন, জলের পাইপ লিক করে গোটা ওয়ার্ডটি ভেসে যেতে থাকে। সে কারণেই রোগীদের স্থানান্তর করা হয়েছে অন্য হাসপাতালে। 
হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন যে সোমবার রাতে হাসপাতালের পাইপ ফেটে আইসিইউ'র মেঝেয় প্রায় ৬ ইঞ্চি জল জমে যায়। আইসিইউ'র মধ্যে অনেক চিকিৎসা সরঞ্জাম থাকে। বৈদ্যুতিক শক লাগার আশঙ্কা থেকে যায়।  
ডাঃ বি এল যাদব বলেন, আইসিইউ’র আগে একটি ঘর ও শৌচাগার ছিল। আইসিইউ নির্মাণের সময় শৌচাগারের পাইপলাইনগুলি চাপা পড়ে যায়। তবে বহুদিন হয়ে যাওয়ায় ওই পাইপলাইনগুলি ক্ষয়ে গিয়েছিলো। যার ফলেই এই জল লিক করার ঘটনাটি ঘটেছে।
তিনি আরও বলেন, এই কারণেই আইসিইউতে ভর্তি থাকা ১৪ জন রোগীকে হাসপাতালের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ওই ১৪ জন রোগীর মধ্যে,  ১০ জন ভেন্টিলেশনে থাকা রোগীও রয়েছেন। তবে এখন ওই পাইপলাইনগুলিকে মেরামতি করা হয়েছে। 
উল্লেখ্য, সম্প্রতি মধ্য প্রদেশের ইন্দোরে নিকাশি জলের সঙ্গে পানীয় জল মিশে যায়। সেই জল পান করে অন্তত ছয়জনের মৃত্যুও হয়েছ। একশো জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। ইন্দোরের ঘটনার রেশ কাটতে না কাটতেই জয়পুরে ফের এই ঘটনা সামনে এসেছে।
 

Comments :0

Login to leave a comment