Dengue Death

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু রাজ্যে

রাজ্য

Dengue Death


একদিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও তিন জনের। ডেঙ্গু পরীক্ষায় এনএস-১ পজিটিভ হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের বাসিন্দা ফতেমা বিবির (৫৬)। শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বৃস্পতিবার সন্ধ্যা থেকে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার সকাল ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিনই ভাঙরের অপর এক বাসিন্দা সঞ্জয় রায় (৩৪) মারা গিয়েছেন ওই হাসপাতালেই। ডেঙ্গু পজিটিভ হয়ে শারীরিক অবস্থার খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁরও মৃত্যু হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁদের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আবার এদিনই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ২০ দিন ভেন্টিলেটরে লড়াই করার পর মৃত্যু হয়েছে সীমা বিশ্বাস (৪০) নামে এক মহিলার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ’র বর্ধনবেড়িয়াতে। ডেঙ্গু উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয় গত ১১ সেপ্টেম্বর। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।


মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারাচ্ছেন একের পর এক মানুষ। সরকারি চিকিৎসাকেন্দ্র ও বেসরকারি পরীক্ষাকেন্দ্রে ডেঙ্গু উপসর্গ মানুষের ভিড় বাড়ছে। সহজে বেড মিলছে না হাসপাতালগুলিতে। কিছু সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেই দায় সেরেছে প্রশাসন। এলাকা সাফাইয়ের কাজে একইভাবে উদাসীনতা চলছে, অভিযোগ বাসিন্দাদেরই। রাজ্যে চলতি মরসুমে এপর্যন্ত ডেঙ্গুর শিকার হলেন অন্তত ৬৪ জন। অথচ সরকারিভাবে মৃত্যুর সংখ্যা মাত্র ৩। অন্যদিকে বেসরকারি মতে এবছর রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু আক্রান্তের নির্দিষ্ট কোন তথ্য মিলছে না সরকারিভাবে। 

Comments :0

Login to leave a comment