Uluberia TMT Bar Heist

উলুবেড়িয়ায় লরি সমেত টিএমটি বার হাপিসের তদন্তে ধৃত ৫

জেলা

গাড়ি সমেত চুরি যাওয়া টিএমটি বার উদ্ধারের তদন্তে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১৯ মেট্রিক টন টিএমটি বার। বাকিটাও উদ্ধার করা যাবে বলে মনে করছে পুলিশ। 
গত শনিবার উলুবেড়িয়া আদালতে ধৃত ৫জনকে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গত ১৮ সেপ্টেম্বর রাত ৯টা নাগাদ ২৫ টন টিএমটি বার বোঝাই করে একটি লরি উলুবেড়িয়ার কুলগাছিয়া থেকে কোচবিহারের দিনহাটায় যাচ্ছিল। লরিটির ২০-২১ তারিখ নাগাদ দিনহাটায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু ১৯ তারিখ থেকেই লরিটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। লরির চালক ও মালিককেও ফোনে পাওয়া যাচ্ছিল না। 
পরবর্তীকালে টিএমটি বার সংস্থার তরফ থেকে ট্রান্সপোর্টার সংস্থার সঙ্গে যোগাযোগ করে। গত ২৫ সেপ্টেম্বর উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। 
উলুবেড়িয়া থানার এসআই কৌস্তভ কর্মকারের নেতৃত্বে তদন্ত দল গত ৮ অক্টোবর ঝাড়খন্ডের দেওঘর থেকে লরির চালক অনোয়ার আনসারিকে গ্রেপ্তার করে। পরে চুরির ঘটনার মূল অভিযুক্ত হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা রাধেশ্যাম সাইনিকে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে গ্রেপ্তার করে। আরেক অভিযুক্ত বিহারের জামুইয়ের বাসিন্দা শম্ভু সিংকে দক্ষিণ ২৪ পরগনার আমতলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 
পুলিশ তদন্ত করে জানতে পারে ২৫ টন টিএমটি বার বীরভূমের ইলামবাজারের একটি গোডাউনে আছে। পুলিশ সেই গোডাউনে হানা দিয়ে ১৯ মেট্রিক টন মাল উদ্ধার করে। এছাড়াও গোডাউনের ম্যানেজার অয়ন ঘোষ ও হিসাব রক্ষক পিন্টু ঘোষকে গ্রেপ্তার করে। পরে উলুবেড়িয়ার বীরশিবপুর ট্রাক টার্মিনাল থেকে লরিটি উদ্ধার করে। যদিও সেই লরিব নম্বর প্লেট পালটে ফেলা হয়েছিল। পুলিশ চেসিস ও ইঞ্জিন নম্বর মিলিয়ে গাড়িটিকে চিহ্নিত করে।

Comments :0

Login to leave a comment