BRIGADE TODAY DIARY

ব্রিগেডে প্রকাশ ‘ইনসাফ যাত্রীর ডায়েরি’

রাজ্য কলকাতা

শহীদ পরিবারের সদস্যসদের সঙ্গে মহম্মদ সেলিম। রবিবার ব্রিগেডে।

অনিন্দ্য হাজরা ও শুভঙ্কর দাস

দশ মিনিট ধরে অবরুদ্ধ রয়েছে ক্যাজুরিনা এভিনিউ। জনতার স্রোত মাঠে ঢুকছে পুলিশের বাধা ঠেলে। রেড রোড জুড়ে শহরে ঢুকছে একের পর এক বাস। বাস ভর্তি করে জেলার কর্মী সমর্থকরা ঢুকছেন কলকাতায়। বাসের ছাদেও রয়েছে মানুষের ঢল। ভিক্টোরিয়ার দিকের ময়দান, যা আধা ঘন্টা আগেও ফাকা ছিল, তাতে গাঢ় রঙ ধরতে শুরু করেছে কালো মাথার ভিড়ে। 
পদযাত্রীদের অভিজ্ঞতার সংকলন ইনসাফ যাত্রীর ডায়েরির আনুষ্ঠানিক প্রকাশ হল যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্তের হাত ধরে।
মঞ্চে থেকে ডিওয়াইএফআই সভাপতি ধ্রুবজ্যোতি সাহা জানালেন, জনতার ভিড়ে এসএন ব্যানার্জি রোড অবরুদ্ধ। প্রশাসনকে জওহরলাল নেহেরু রোডের ব্যারিকেড খুলে দিক পুলিশ। মানুষ নিজে ব্যারিকেড খুলতে শুরু করলে, তা কলকাতা পুলিশের সম্মানের জন্য ভালো হবে না। 
এসএফআই’র কেন্দ্রীয় মিছিলও রাস্তায়। সমাবেশে চলে এসেছেন প্রবীণ কমিউনিস্ট নেতা বিমান বসু, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র, রাজ্য সম্পাদক এবং প্রাক্তন যুবনেতা মহম্মদ সেলিম। মিছিলে রয়েছেন প্রাক্তন ছাত্রনেতা এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
মিছিলে মিছিলে ছবি কমরেড জ্যোতি বসুর, ছবি লেনিনের। 
মঞ্চে ইনসাফ যাত্রার টিম লিডার বিদ্যুৎ নষ্করকে সম্মান জানান প্রাক্তন এবং বর্তমান যুব নেতৃত্ব। মঞ্চে রয়েছেন মহম্মদ সেলিম। স্থায়ী পদযাত্রীদের সম্মান জানানোর সময় গোটা মাঠ ফেটে পড়ল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে।

Comments :0

Login to leave a comment