Eastbengal Women's Team

উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের গ্রূপবিন্যাস

খেলা

বৃহস্পতিবার এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপবিন্যাস শেষে গ্রুপ ' বি ' তে রয়েছে লাল হলুদ। এই গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে চীনের চ্যাম্পিয়ন দল ইয়ুহান জিয়াঙ্গদা । ইরানের দল বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ। আগামী ১৭ নভেম্বর বাম খাতুনের বিরুদ্ধে আওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল দল। ২৩ নভেম্বর হোম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। পিএফসি নাসাফের বিরুদ্ধে। চলতি মাসেই প্রিমিলিনারী রাউন্ডে কম্বোডিয়ার দল ফনম ফেনের বিরুদ্ধে ড্র করে দিইচ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছিল ইস্টবেঙ্গল দল।

Comments :0

Login to leave a comment