AAP CANDIDATES

দিল্লি, হরিয়ানার প্রার্থীদের নাম ঘোষণা ‘আপ’-র

জাতীয়

দিল্লি ও হরিয়ানায় লোকসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। দুই রাজ্যেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছে ‘আপ’-র। সমঝোতা অনুযায়ী দিল্লিতে ৪ এবং হরিয়ানায় ১ আসনে লড়বে ‘আপ’।
এদিন ‘আপ’ জানিয়েছে নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সোমনাথ ভারতী, দক্ষিণ দিল্লিতে সাহিরাম পেহলওয়ান, পশ্চিম দিল্লিতে মহাবল মিশ্র, পূর্ব দিল্লিতে প্রার্থী হচ্ছেন কুলদীপ কুমার।
হরিয়ানার কুরুক্ষেত্রে প্রার্থী হচ্ছেন সুশীল গুপ্তা। ‘আপ’ নেতা সন্দীপ পাঠক বলেছেন, ‘‘পাঁচটি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করব আমরা। মোট ২৯ আসনে প্রার্থী দেওয়া হবে।’’
দিল্লি এবং হরিয়ানার পাশাপাশি গোয়া ও গুজরাটেও আসন সমঝোতা হয়েছে কংগ্রেস এবং ‘আপ’-র। তবে পাঞ্জাবে দু’দলই আলাদা করে প্রার্থী দেবে। ‘আপ’ নেতা গোপাল রাই বলেছেন, ‘‘জয়ের সম্ভাব্যতা বিচারে রেখেই প্রার্থী ঠিক করা হয়েছে। পূর্ব দিল্লি আসন সাধারণ, সংরক্ষিত নয়। তবু তপশিলি জাতির কুলদীপ কুমারকে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্ত ব্যতিক্রমী। তাঁর কাজের দক্ষতা এবং গ্রহণযোগ্যতা দেখে প্রার্থী করা হয়েছে।’’
দিল্লির মুখ্যমন্ত্রী এবং ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে এদিন আট নম্বর নোটিস পাঠিয়েছে ইডি। দিল্লিতে আবগারি নীতিতে দুর্নীতির তদন্তে পরপর নোটিস পাঠিয়ে যাচ্ছে কেন্দ্রের ইডি। আবগারি নীতি যদিও বিতর্ক ওঠায় বহু আগে বাতিল করেছে দিল্লির ‘আপ’ সরকার। ‘আপ’ নেতা বলেছেন, একাধিক তল্লাশি চালিয়েও আমাদের নেতাদের বিরুদ্ধে কোনও প্রমাণ খুঁজে পায়নি। কেজরিওয়াল নিজে বলেছেন যে ভোটের আগে ততাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment