AFC Challenge League

এএফসিতে ভারতের তেরঙ্গার দায়িত্ব এখন ইস্টবেঙ্গলের হাতে

খেলা

Eastbengal vs arkadag AFC Challenge League
বুধবার সন্ধ্যা সাড়ে ৭:৩০টায় এ এফসি চ্যালেঞ্জ লিগে নামবে ইস্টবেঙ্গল। যুবভারতীতে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের দল আর্কাদাগ এফসি । এ এফসিতে ভারতের সম্মানের দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গলেরই হাতে। মঙ্গলবারের প্রেস কনফারেন্সে এসে অস্কার জানিয়েছেন যে এক আনোয়ার ছাড়া সবাই প্রায় ফিট বুধবারের ম্যাচের জন্য। তবে আর্কাদাগ এফসি ২০২৩ সালে গঠিত হওয়ার পর খেলেছে মোট ৩০টি ম্যাচ এবং হেরেছে কেবলমাত্র একটিই। করেছে ১২৩ টি গোল। তাই এই পরিসংখ্যানই যথেষ্ট আতঙ্কের ইস্টবেঙ্গলের জন্য। তাদের দলে কোনো বিদেশী না থাকলেও রয়েছেন তুর্কমেনিস্তানের অনেক জাতীয় দলের খেলোয়াড়রা। ফলে ম্যাচটি একেবারেই সহজ হবেনা ইস্টবেঙ্গলের জন্য। ডিয়ামেন্টেকোসকে সমর্থন করেই মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে অস্কার বলেছিলেন যে , ও প্রমাণ করবে নিজেকে। তাই সমর্থকদের বর্তমানে চক্ষুশূল ডিয়ামেন্টেকোসের বুধবার নিজেকে প্রমাণ করার ম্যাচ। এখনও পর্যন্ত ৪টি গোল করে তিনিই এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। তবে বুধবারের ম্যাচ না জিতলে পারলে হয়তো এএফসিতে যাত্রা শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গলের। কারণ আগামী ১২ মার্চ বুধবার অ্যাওয়ে ম্যাচে তুর্কমেনিস্তানের ঠান্ডায় খেলতে হবে ইস্টবেঙ্গলকে। সেখানকার তাপমাত্রা এখন প্রায় ৫ডিগ্রি সেলসিয়াস।

Comments :0

Login to leave a comment