মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক সহ জেলার বিভিন্ন কাউন্টিং সেন্টারে ভোট গণনা শুরু হলো।
সকাল থেকে বৃষ্টি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের সদর ব্লকের কাউন্টিং সেন্টার। আর এই কলেজের মধ্যেই রয়েছে স্ট্রংরুম। ছাতা মাথায় বহু মানুষ গেটের বাইরে লাইনে। কাউন্টিং সেন্টারে প্রবেশের জন্য ভোর থেকে দীর্ঘ লাইন। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরা কাউন্টিং সেন্টার চত্বরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
তবে ছাতা মাথায় বহু মানুষের ভিড় জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ কাউন্টিং সেন্টার গেটের বাইরে।
ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী কোন রকমের জিনিসপত্র নিয়ে প্রবেশ নিষেধ কাউন্টিং সেন্টারের ভিতরে। কাউন্টিং সেন্টারের গেটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চেকিং করে আই কার্ড দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কাউন্টিং সেন্টারের প্রবেশের বাইরে বহু ব্যাগ ছাতা গুটকা সহ অন্যান্য সামগ্রী লক্ষ্য করা যায়।
মঙ্গলবার সকাল থেকেই সিপিআই(এম) নেতৃবৃন্দ জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের সামনে বড় বাড়ির মাঠে ক্যাম্প করেন। গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং এজেন্ট, প্রার্থী, প্রার্থীর নির্বাচনী এজেন্ট একত্রিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে কাউন্টিং সেন্টারের ভিতরে প্রবেশ করেছেন।
জেলার বিভিন্ন কাউন্টিং সেন্টারেও সকাল থেকে নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাউন্টিং সেন্টারে প্রবেশ করান কাউন্টিং এজেন্টদের।
Comments :0