আরামবাগে সারা ভারত কৃষক সভার হুগলী জেলা কৃষক সমিতির ৩৭ তম সম্মেলন প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে।
আরামবাগ নেতাজি স্কোয়ারে সমাবেশে বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, কৃষক নেতা পরেশ পাল, স্নেহাশিস রায়, মোজাম্মেল হোসেন, শক্তি মোহন মালিক। সমাবেশ পরিচালনা করেন ভক্তরাম পান। এরপর আরামবাগ রবীন্দ্র ভবনে প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। শুরুতে পতাকা উত্তোলন করেন ভক্তরাম পান। দু’দিনের সম্মেলন শনিবার সন্ধ্যায় শেষ হবে।
ফসলের ন্যায্য দাম, ফসল বিক্রির ব্যবস্থা, সার ও বীজের কালোবাজারি রোধের মতো দাবিতে সারা রাজ্যে আন্দোলনে শামিল রয়েছে কৃষকসভা। সমাবেশে সেই আন্দোলনকে জোরালো করার ডাক দিয়েছেন কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ।
Arambagh AIKS
আরামবাগে সমাবেশ, শুরু কৃষকসভার হুগলী জেলা সম্মেলন

×
Comments :0