সংখ্যালঘু উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুসলিমদের উন্নয়নে মমতা ব্যঅনার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সময়ে কতটা হয়েছে তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলেন তিনি।
এদিন বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন,‘‘মোয়াজ্জেমদের নিয়ে বাংলায় তৃণমূল নেত্রী রাজনীতি করা শুরু করেছেন আমরা জানি। যদি দিদি বাংলার মুসলিমদের সত্যি ভালোবেসে থাকেন, তাহলে উনি বলুন ‘মাল্টি সেক্টরাল প্রোগ্রাম’-র টাকা কোথায় কীভাবে খরচা হয়েছে?’’
এদিন কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ইমাম সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ইমাম মোয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। রাজ্যে যদিও নতুন মাদ্রাসা বা নিয়োগ না হওয়ার মতো একাধিক অভিযোগে সরব বিরোধী বাম, কংগ্রেস এবং আইএসএফ। অভিযোগ সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি স্কলারশিপ নিয়েও।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চৌধুরী বলেন, ‘‘আপনি বলুন আপনার আমলে কত মুসলমান চাকরি পেয়েছে? কত মুসলমান আপনার সহযোগিতায় উদ্যোগপতি হয়েছে, ব্যবসা করেছে, শিক্ষিত হয়েছে, দেখান।’’
ওয়াকফ সম্পত্তি বেদখল নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। রাজ্যে ওয়াকফ সম্পত্তির পরিমাণ জানাতে হবে বলে দাবি করেছেন তিনি। অধীর বলেন, ‘‘ওয়াকফ সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি তো সরকারের নয়। এটি মুসলমান সমাজের নিজস্ব সম্পত্তি।’’
অধীরের অভিযোগ, রাজ্যজুড়ে ওয়াকফ সম্পত্তি দখল করেছেন তৃণমূল নেতারাই। সেই তথ্য সামনে আনার দাবি জানিয়েছেন তিনি। অধীর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘শুধু মোয়াজ্জেম আর ইমামদের নিয়ে তাঁদেরকে দলছুট করার ব্যবস্থা করবেন না। তাঁদের সামান্য কিছু পয়সা ধরিয়ে দিয়ে মুসলমান সমাজে আপনার দলের প্রতিনিধি বানাবেন না।’’
অধীর বলেন , ‘‘ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান সমাজ ও আর পার্টিকে মিলিয়ে মিশিয়ে গোটা মুসলমান সমাজকে ভোটব্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চাইছেন। শ্বেতপত্র প্রকাশ করে বলুন আপনার জমানায় মুসলমানদের অগ্রগতির খতিয়ান।’’
Comments :0