Mangla Haat

ফের অগ্নিকাণ্ড হাওড়ার পোড়া হাটে

রাজ্য

Mangla Haat

 

আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়ার পোড়া হাটে। যার আসল নাম মিলান মোঙ্গলা হাট। পুজোয় অগ্নিকাণ্ডের ঘটনা এবার হাওড়ার পোড়া মঙ্গলাহাটে। রবিবার সকালে মঙ্গলাহাটের মিটার ঘরে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসেন সিইএসসি'র কর্মীরাও। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দমকলের তৎপরতায় আগুন ভয়াবহ আকার নেয়নি। প্রসঙ্গত, মাত্র  দুই মাস আগেই পোড়া মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক হাজার দোকান স্টল ভস্মীভূত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ব্যবসায়ীরা। রবিবারের আগুন লাগার খবর পয়েই আতঙ্কিত হয়ে পড়েন দোকান ব্যবসায়ীরা। অনেকেই আগুন লাগার খবর পেয়েই ছুটে আসেন মঙ্গলা হাটে।

Comments :0

Login to leave a comment