Sandeshkhali

সন্দেশখালিতে ফের আঁচড়ে পড়লো জনরোষ

রাজ্য

জনরোষে পুড়লো সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির ভেড়ি। 

তেভাগা আন্দোলনের মাটি বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের কাছারি পাড়া। সেই এলাকা সাধারণ গ্রামবাসীদের পাট্টার জমি গায়ে জড়ে দখল করে ভেরি বানিয়ে ছিলেন তৃণমূলের অজিত মাইতি। 

পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বেড়মজুর ১ এবং ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজের ছয় অনুগামী স্বপন বাড়াই, রনজিত বাড়াই, অজিত মাইতি, সত্যজিত বাড়াই, শংকর সরদার এবং তয়েব মোল্লা গ্রামের সাধারণ মানুষদের জমি তারা দখল করেন।

এদিন সকাল থেকে দখল হওয়া জমি উদ্ধার করতে নামেন গ্রামের সাধারণ মানুষ।  মিছিল করে তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। বাঁশ লাঠি হাতে ফের রাস্তায় নামেন মহিলারা। 

৫০ দিন হয়ে গেলেও শেখ শাহজাহানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং ইডি। রেশন দুর্নীতির পাশাপাশি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন গ্রামের মহিলারা। এদিন সন্দেশখালি জুড়ে শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছেন গ্রামবাসীরা। 

Comments :0

Login to leave a comment