Ajit Udhbab meeting

উদ্ধব - অজিত বৈঠক

জাতীয়

গতকাল বেঙ্গালুরুর বিরোধী বৈঠক থেকে ঘোষণা হয়েছে যে তাদের আগামী বৈঠক হবে মুম্বাইতে। আয়োজনের দায়িত্ব উদ্ধব থ্যাকারের শিব সেনার। আর বৈঠকের পরের দিন অর্থাৎ বুধবার উদ্ধব থ্যাকারের সাথে হঠাৎ করে বৈঠক করলেন এনসিপির বিদ্রোহী নেতা মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। 
২ জুলাই এনসিপির কয়েকজন বিধায়কদের নিয়ে বিজেপি একনাথ শিন্ডের সরকারে যোগ দেন অজিত। উপহার স্বরূপ পান উপ-মুখ্যমন্ত্রীত্ব এবং অর্থ দপ্তর। তারপর রবিবার প্রফুল্ল পটেলদের নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে দেখা করেন। 


উল্লেখ্য বেঙ্গালুরুর বৈঠকে শরদ পাওয়ার এবং উদ্ধব থ্যাকারে দুজনেই উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বিজেপিকে আক্রমণও করেন উদ্ধব। তিনি বলেন, ‘‘উনি তো ঠিকই বলেছেন। আমাদের কাছে দেশ একটি পরিবার। ওঁর হাত থেকে সেই দেশ নামক পরিবারকে বাঁচাতেই আমরা এককাট্টা হয়েছি।’’ তিনি এও বলেন, ‘‘এক জন কিংবা একটি দল মোটেই দেশ নয়।’’

এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অজিত পাওয়ারের সাথে দেখা করে তাকে অভিনন্দন জানাই, আশা করি তিনি মানুষের জন্য সঠিক ভাবে কাজ করবেন। ২০১৯ সাল থেকে তার সাথে কাজ করেছি। ওর কাজের প্রকৃতি সম্পর্কে আমার জানা রয়েছে।’’
২০১৯ সালে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন অজিত পাওয়ার।

Comments :0

Login to leave a comment