Anamul Haque Bijoy

ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটার এনামুল হক বিজয়ের ওপর নিষেধাজ্ঞা

খেলা

মীর আফরোজ জামান - ঢাকা  

অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তবে এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশত্যা গের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিসিবির এক আধিকারিক গণশক্তিকে এই খবরটি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক বলেছেন, ‘‘এনামুল হকের ব্যা পারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সে মতো ব্যাবস্থা গ্রহণও করা হয়েছে’’।
এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয়। রাজশাহীসহ বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তার পরেই দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে বিজয়ের।
বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।
গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয়। এরপর তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয়। এবারের বিপিএলে ১২ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩৯২ রান করেছেন বিজয়, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।
বিপিএলের চলতি আসরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। এনামুলকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরে বিস্মিত হয়েছি। কেন এই নিষেধাজ্ঞা আমি জানি না। বিসিবি থেকেও আমাকে কিছু জানায়নি। সম্পূর্ণ অন্ধকারে রয়েছি। আমি আইনি ব্যবস্থা নেবো। 

Comments :0

Login to leave a comment