CGO Surya Mishra

বোঝাপড়ায় বঞ্চিত যোগ্যরা, ধরতে হবে মাথাদের

রাজ্য

সিজিও কমপ্লেক্সের সামনে বক্তব্য রাখছেন সূর্য মিশ্র।

প্রতীম দে ও অনিন্দ্য হাজরা

দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূলের মধ্যে বোঝাপড়া স্পষ্ট। সেই কারণেই তদন্ত এগচ্ছে। বঞ্চনার শিকার যোগ্য চাকরিপ্রার্থীরা। অপরাধের কিনারা করতে হবে ইডি-সিবিআই’কে। না হলে বাংলার মানুষ ছেড়ে কথা বলবেন না।

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সের সামনে এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রেখেছেন পার্টি পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র, রামচন্দ্র ডোম, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। রয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

সিজিও কমপ্লেক্স অভিযানের ঠিক আগে, এদিন সকাল থেকে উত্তর ২৪ পরগনায় বিভিন্ন পৌরসভার প্রধান এবং প্রাক্তন প্রধানদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও।

এই প্রসঙ্গেই সূর্য মিশ্র বলেছেন, ‘‘বারবার এমন তল্লাশি দেখা যাচ্ছে। জনমতের চাপে কিছু তৎপরতা দেখানো হচ্ছে। কিন্তু তদন্ত মূল অপরাধীদের কাছে পৌঁছাচ্ছে না।’’’ তিনি বলেছেন যে এই কৌশল মানুষ ধরে ফেলেছে। মেনে নেওয়া হবে না।  

রামচন্দ্র ডোম বলেছেন, ‘‘মানুষের লড়াইয়ের ফলে আদালতে মামলা হয়। আদালতের নির্দেশে তদন্ত করছে ইডি এবং সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীরা সঠিক ভাবে তদন্ত করছে না। আদালতও সেটা মনে করছে। নিয়োগে দুর্নীতি হয়েছে। যুবসমাজ পথে বসেছে। এই মেগা কেলেঙ্কারি প্ল্যান করে করা হয়েছে। আসল মাথা কালীঘাটের বাসিন্দারা। সেই ঠিকানায় কে থাকেন, আদালতে জানাতে পারছে না৷ তাঁদের ব্যাঙ্ক আকাউন্টের নাকি খোঁজ পাচ্ছে না। আসলে মোদীর সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে দিদি। তাই ক্ষতিগ্রস্ত মানুষ বঞ্চিত হচ্ছেন।’’ 

তিনি বলেন, ‘‘আমরা সমবেত হয়েছি যাতে কেন্দ্রীয় সংস্থাগুলির ওপর জনমতের চাপ বাড়ানো যায়তদন্ত যাতে পরিণতি পায়। লক্ষ লক্ষ মানুষের সর্বনাশ হয়েছে। এর বিচার চাই। আসল মাথাদের গ্রেপ্তারি চাই। তদন্তকারীরা কোনও চাপের সামনে যেন মাথা না ঝোঁকান।’’ 

মৃণাল চক্রবর্তী বলেছেন, ‘‘সারদা কেলেঙ্কারি দিয়ে তৃণমূলের যাত্রা শুরু। বামপন্থীরা যা যা বলেছিল তা আজ সামনে আসছে। বোঝাপড়া রয়েছে। আদালতও আজ এই একই প্রশ্ন করছে।’’ 

Comments :0

Login to leave a comment