দক্ষিণ মণিপুরে আসাম রাইফেলসের এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে তাঁদের মধ্যে ছয়জন আহত হন। মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এরপর ওই জওয়ান নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাজিক টম্পক এলাকায়। আহতদের কেউই মণিপুরের বাসিন্দা নয়, তাদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মণিপুর পুলিশ অবশ্য বলেছে যে এই ঘটনাটি রাজ্যে চলমান জাতিগত সংঘাতের সাথে সম্পর্কিত নয় এবং নাগরিকদের কোনও গুজবে কান দিতে নিষেধ করেছে।
‘‘মণিপুরে চলমান জাতিগত সংঘাতের আলোকে, যে কোনও সম্ভাব্য গুজব দূর করতে এবং কোনও জল্পনা এড়াতে ঘটনার বিবরণ স্বচ্ছভাবে ভাগাভাগি করে নেওয়া গুরুত্বপূর্ণ। আহতদের কেউই মণিপুরের নয়, এই দুর্ভাগ্যজনক ঘটনার সঙ্গে চলমান সংঘর্ষের কোনও সম্পর্ক নেই,’’ বিবৃতিতে জানিয়েছে মণিপুর পুলিশ।
Comments :0