১৯৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। বারাণসী থেকে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগর থেকে লড়ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রথম প্রার্থী তালিকায় মোট ৩৪ মন্ত্রীর নাম রয়েছে। প্রার্থী হচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
প্রথম প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের ২০ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা, উধমপুরে জিতেন্দ্র সিং প্রার্থী। মনসুখ মান্ডবীয়া প্রার্থী গুজরাটের পোরবন্দরে, সর্বানন্দ সোনওয়াল ডিব্রুগড়ে প্রার্থী।
নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি। এই কেন্দ্রের সাংসদ ছিলেন কেন্দ্রের মন্ত্রী মীনাক্ষী লেখি। তাঁকে এবার প্রার্থী করেনি বিজেপি। পূর্ব দিল্লির সাংসদ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এদিনই সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন।
উত্তর প্রদেশে ৫১, মধ্য প্রদেশে ২৪, গুজরাট ও রাজসথানে ১৫ করে, কেরালায় ১২, তেলেঙ্গানায় ৯, আসামে ১১, ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ে ১১ করে, দিল্লির ৫, জম্মু ও কাশ্মীরে ২, উত্তরাখণ্ডে ৩, অরুণাচল প্রদেশে ২, গোয়া, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর এবং দমন ও দিউতে ১ জন করে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে প্রথম তালিকায়।
Comments :0