বই | মুক্তধারা
বিশ্বভারতী পত্রিকার সুলুক সন্ধান
অসিতাভ দাশ
বিশ্বভারতী পত্রিকার সূচনা ১৩৪৯ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যা থেকে। প্রথমে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হলেও দ্বিতীয়
বছর থেকে পত্রিকা ত্রৈমাসিকে রূপান্তরিত হয়। দুর্ভাগ্যক্রমে তিনবার পত্রিকাটির প্রকাশ বন্ধ ছিল। প্রথমবার ১৩৬০—৬১
থেকে ১৩৬১—৬২, দ্বিতীয় বার ১৩৭৮-৭৯ এবং তৃতীয় বার ১৩৮১—৮২ থেকে ১৩৮২—৮৩পর্যন্ত পত্রিকা প্রকাশ
হয়নি। মাঝে মাঝে দুটি সংখ্যা একত্র করে যুক্ত সংখ্যা হিসাবে প্রকাশিত হয়েছে আবার চারটি সংখ্যাও একত্রে প্রকাশিত
হয়েছে। সুনীতি রায় এই পত্রিকাটির ১৩৪৯ থেকে ১৩৮৪ পর্যন্ত সটীক রচনাপঞ্জি প্রস্তুত করেছেন ও সম্পাদনার দায়িত্ব
বহন করেছেন অমলকুমার রায়।
বিশ্বভারতী পত্রিকা’র লেখকসূচি, প্রবন্ধসূচি ও বিষয়সূচি সম্বন্ধে গবেষকদের জানার কৌতূহল অপরিসীম। গবেষক ও
তথ্যানুসন্ধানী পাঠকদের জিজ্ঞাসা মেটাবার উদ্দেশ্যে পূর্বে তৈরি হয়েছে সাহিত্য পরিষদ পত্রিকার লেখকসূচি বর্ষ ১—৭৫;
১৩০১—১৩৭৫বঙ্গাব্দ (কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি সহ অন্যান্য বিভাগীয় রচনার বর্ণানুক্রমিক তালিকা), কবিতা
পাক্ষিক (১-১০০) : সম্মিলিত সূচি, ঢাকা থেকে প্রকাশিত ‘বাংলা একাডেমি পত্রিকা’ : সূচিপত্র (১৩৬৩—১৪০০),
‘গ্রন্থাগার’ পত্রিকার সম্মিলিত সূচি (১৩৫৮—১৪০৭ বঙ্গাব্দ), কিশোর পাঠ্য পত্রিকা পঞ্চক : সূচি সংকলন (পাঁচটি
পত্রিকার সূচি যথাক্রমে—সখা, সাথী, সখা ও সাথী, মুকুল এবং বালক), উত্তরাধিকার রচনাসূচি ১৯৭৩—১৯৯২, বিংশ
শতাব্দীর চল্লিশ দশকে প্রকাশিত ‘অরণি’ পত্রিকার সূচি ও সংকলন, ‘কবিতা’ পত্রিকা সূচিগত ইতিহাস, ঢাকা থেকে
প্রকাশিত ‘বাংলা একাডেমি পত্রিকা : ত্রিশ বছরের প্রবন্ধপঞ্জি ইত্যাদি। এছাড়াও ‘ভারতী’: ইতিহাস রচনাপঞ্জি, দেশ
পত্রিকায় রবীন্দ্রচর্চা : সটীক রচনাপঞ্জি : ২৪ নভেম্বর ১৯৩৩—৩১অক্টোবর ১৯৯২, জিজ্ঞাসা : রচনা তালিকা; প্রথম বর্ষ
থেকে পঞ্চদশ বর্ষ: ১৩৮৯—১৪০১ (সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা), ‘সাহিত্য’ পত্রিকার পরিচয় ও রচনাপঞ্জি,
বঙ্গবাণী এবং সাহিত্য : রচনাপঞ্জি এবং মানসী, মর্মবাণী এবং মানসী ও মর্মবাণী : রচনাপঞ্জিগুলি এতদিন পর্যন্ত
গবেষকদের প্রয়োজন মিটিয়েছে ও তথ্যজগৎকে ঋদ্ধ করেছে।
সম্প্রতি প্রকাশিত হলো বিশ্বভারতী পত্রিকা : সটীক রচনাপঞ্জি (১৩৪৯—১৩৮৪)। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন
প্রমথ চৌধুরী, পরবর্তী পর্যায়ে সম্পাদনার দায়িত্ব বহন করেন রথীন্দ্রনাথ ঠাকুর, পুলিনবিহারী সেন, সুধীরঞ্জন দাস, সুশীল
রায় ও সুরজিৎ সিংহ। সঙ্কলিকার বক্তব্য অনুযায়ী এই সটীক রচনাপঞ্জির প্রারম্ভে পরামর্শদাতা হিসাবে যুক্ত ছিলেন একজন
গ্রন্থাগারিক ও পরবর্তী পর্যায়ে সংকলিকা এবং সম্পাদকের যৌথ প্রচেষ্টায় এই রচনাপঞ্জিটি গ্রন্থিত হয়েছে। এই সংকলনে
প্রতিটি লেখার সংক্ষিপ্ত বিবরণ, প্রতিটি গানের প্রথম লাইন, ছবি ও আলোকচিত্রের বিবরণ ইত্যাদি যথাসম্ভব দেওয়া হয়েছে।
সূচিপত্র, বিষয়সূচি, আখ্যাসূচিও গ্রন্থিত করা হয়েছে। এই ধরনের রচনাপঞ্জি গ্রন্থাগার বিজ্ঞানের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী
করতে হয়। কিন্তু সেই প্রচেষ্টা বিজ্ঞানসম্মত না হওয়ায় বহু মানুষের আকাঙ্ক্ষিত এই পত্রিকার সটীক রচনাপঞ্জি
তথ্যানুসন্ধানীদের খানিকটা আশাহত করবে। সংকলিকা যথাযথ পদ্ধতি গ্রহণ করলে তাঁর এই প্রচেষ্টা গবেষক ও
তথ্যপিপাসুদের চাহিদা পূরণে সক্ষম হতো। গ্রন্থটির প্রচ্ছদ ও মুদ্রণ আশাব্যঞ্জক।
বিশ্বভারতী পত্রিকা সটীক রচনাপঞ্জি ১৩৪৯—১৩৮৪
সুনীতি রায়। সম্পাদনা অমলকুমার রায়। সংকলিকা। ১১এ/১, চঞ্চল সরণি, কলকাতা—৭০০ ০৭৫। ৫০০টাকা।
Comments :0