জঙ্গল থেকে বেরিয়ে ফের লোকালয়ে ঢুকে পড়লো দলছুট বুনো হাতি। শুক্রবার রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতি ঘুরে বেড়ালো। রাতভর তান্ডব চালানোর পাশাপাশি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে খাবার খেয়ে ফেলে। খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। বাগডোগরার জঙ্গল থেকেই রাতের অন্ধকারে বুনো মাকনা হাতিটি বেরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসে। বিশ্ববিদ্যালয় চত্বরে হাতি চলে আসার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের হস্টেল ও কোয়ার্টারের সকলে। যদিও হাতির হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই।
হাতিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হস্টেলের সামনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলো। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন জঙ্গলেই রয়েছে হাতিটি। বাগডোগরা, ঘোষপুকুর, টুকুরিয়াঝাড়, বামনপোখরি বনদপ্তরের রেঞ্জের কর্মী, এলিফেন্ট স্কোয়াডের কর্মী সহ বনদপ্তরের ছয়টি টিম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গলের গোটা এলাকা ঘিরে রেখেছে। নিরাপত্তা কর্মীরাও রয়েছেন। খাবারের খোঁজেই জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসে হাতিটি। এমনটাই অনুমান করা হচ্ছে। জঙ্গল ছেড়ে ক্যাম্পাসে ঢোকার পথে পর পর কয়েকটি দেওয়াল টপকে খাবারের দোকানে স্টলগুলিতে খাবারের গন্ধেই চলে আসে সেখানে। ভাঙচুর চালায়। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাতিটির অবস্থান এখনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গভীর জঙ্গল।
বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, দিনের আলো শেষে সন্ধ্যে অথবা গভীর রাতের অন্ধকারেই হাতিটিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন জঙ্গল থেকে বের করে বাগডোগরার জঙ্গলের বনাঞ্চলের দিকে ফেরানোর উদ্যোগ নেবেন বনকর্মীরা। স্বাভাবিকভাবে হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব না হলে সেক্ষেত্রে ঘুম পাড়ানো গুলি ছুড়ে অজ্ঞান অবস্থাতেই জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেবে বনদপ্তর। সচেতনতামূলক মাইকিং চলছে গোটা এলাকা জুড়ে। বনকর্মীরা বুনো হাতিটির গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছেন। প্রচুর উৎসাহী মানুষ ইতোমধ্যেই হাতি দেখতে ভিড় জমিয়েছেন। অনেকেই ক্যামেরাবন্দী করছেন হাতির চলাচলের ছবি। বিপদ এড়াতে সকলকেই নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষন পর্যন্ত হাতিকে জঙ্গলে ফেরানো না হচ্ছে ততক্ষন পর্যন্ত যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক রয়েছেন তারা যেন নিজেরা নিজেদের ঘরেই নিরাপদে থাকেন। কোনভাবেই ঝুঁকি নিয়ে বাইরে বের না হন সেবিষয়ে সতর্ক করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পার্শবর্তী এলাকার মানুষদেরও সতর্ক করা হচ্ছে।
Elephant
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতির তান্ডব

×
Comments :0