Ministry of external affairs

মুর্শিদাবাদ: বাংলাদেশের মন্তব্যের নিন্দা বিদেশ মন্ত্রকের

জাতীয় আন্তর্জাতিক

মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনা ঘিরে বাংলাদেশের মন্তব্য খারিজ করল ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশকে নিজের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কাজে মনোযোগী হতে বলল ভারত। 
শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, “বাংলাদেশের ঘটনাবলীর সঙ্গে তুলনা টানার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে জড়িত অপরাধীরা খোলা ঘুরে বেড়াচ্ছে।” 
গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মুর্শিদাবাদ এর ঘটনা নিয়ে মন্তব্য করেন। তিনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দেওয়ার কথা বলেন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসনকে। এদিন তারই জবাব দিয়েছে বিদেশ মন্ত্রক। 
জয়সোয়াল বলেছেন, “অবাঞ্ছিত মন্তব্য করে নিজেদের কৃতকর্ম আড়াল করার চেষ্টা করছে বাংলাদেশ। বরং তাদের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করা।” 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের মাধ্যমে জানিয়েছে যে মুর্শিদাবাদের ঘটনাক্রম নিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। কিছু তথ্য হাতে এসেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি। সূত্র মারফত সংবাদমাধ্যমে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিকদের যোগাযোগ এই ঘটনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না। 
উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও রাজ্য সরকার বাইরের রাজ্যের লোকজনের যোগাযোগের অভিযোগ তুলেছে। এদিকে পুলিশ জানিয়েছে দু’শোর বেশি গ্রেপ্তারি হয়েছে। তবে স্থানীয়দের বাইরে আর কাউকে এর মধ্যে ধরা হয়েছে কিনা স্পষ্ট হয়নি। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এর মধ্যে কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি’র সঙ্গে।

Comments :0

Login to leave a comment