জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার তাতে পড়ল শিলমোহর। সরকারিভাবে জানিয়ে দেওয়া হল যে চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করে নিয়েছে আইলিগ থেকে। অর্থাৎ আগামী ২০ তারিখ চার্চিলের বিরুদ্ধে ম্যাচটি বাই পেতে চলেছে সবুজ মেরুন শিবির। শুধুমাত্র একজন বিদেশী নুনোকে নিয়েই ওড়িশা যাচ্ছে মোহনবাগান। এছাড়াও আশিক, সাহাল, লিস্টন, মনবীর গ্লেনরা রয়েছেন। এছাড়াও দলে থাকবেন সুহেল, সৌরভ , শিবমের মত যুব দলের ফুটবলাররাও। ২০ তারিখ ইস্টবেঙ্গলের সঙ্গে সন্ধ্যায় ম্যাচ রয়েছে কেরালা ব্ল্যাস্টার্সের। ওই ম্যাচে ইস্টবেঙ্গল জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে ফের দেখা মিলবে ডার্বির
Indian Super League
সরাসরি কোয়ার্টারে খেলবে মোহনবাগান

×
Comments :0