হাওড়ায় বন্ধ ফেরি সার্ভিস পরিষেবা। প্রতিবাদে সরব ব্রিগেডমুখী জনতা। রবিবারের ব্রিগেড সমাবেশে যাতে হাওড়া স্টেশন থেকে সাধারণ মানুষ যেতে নি পারেন তার জন্য পরিকল্পিতভাবে রবিবার সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখলো হুগলি নদী জলপথ পরিবহন সমিতি। প্রতি রবিবার ফেরি সার্ভিস চালু থাকে কিন্তু ব্রিগেড সমাবেশ বানচাল করতেই রবিবার ফেরি সার্ভিস বন্ধ করে কর্তৃপক্ষ। সমাবেশে যোগ দিতে ট্রেনে করে বিভিন্ন জেলা থেকে মানুষেরা হাওড়া স্টেশনে নেমে লঞ্চে করে বাবুঘাট হয়ে ব্রিগেডে ময়দানে পৌঁছে যান। রবিবার হাওড়া স্টেশনে এসে ফেরি সার্ভিস বন্ধ থাকায় অসুবিধায় পড়েন ব্রিগেড ময়দানে আসা কর্মীরা। ফেরি সার্ভিস বন্ধ থাকায় বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কেন বন্ধ ফেরি সার্ভিস তার কোন সদুত্তর দিতে পারেনি। হুগলি নদী জলপথ পরিবহন সমিতির কর্তৃপক্ষ জানান লঞ্চ সার্ভিস করানোর জন্য রবিবার বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের যুক্তি মানতে রাজি নয় বামপন্থী কর্মী সমর্থকেরা। কোনভাবেই ফেরি সার্ভিস বন্ধ করে রেখে বামপন্থী কর্মী সমর্থকদের সমাবেশে যাওয়ায় বাধা সৃষ্টি করতে পারবেন না ফেরি সার্ভিস কর্তপক্ষ একথা বলেন সিপিআই(এম) জেলা সম্পাদক দিলীপ ঘোষ। তিনি বলেন সম্পূর্ণরূপে অনৈতিকভাবে একদিন আগে নোটিশ দিয়ে ফেরি সার্ভিস বন্ধ করা যায় না। পার্টির জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের সাথে কথা বলে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
Brigade Rally
ব্রিগেড সমাবেশ বানচাল করতে ফেরি সার্ভিস বন্ধ, তীব্র প্রতিবাদ

×
Comments :0