Fake Nursing Training Center

ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা, গঙ্গারামপুরে গ্রপ্তার তিন

জেলা

নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে ভূয়ো সংস্থা খুলে প্রতারণা। সংস্থার তিন কর্ণধার যুবককে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকমাস ধরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি বহুতলে ঘর ভাড়া করে নার্সিং ট্রেনিংয়ের সংস্থা খুলে বসে কয়েকজন যুবক। তারা যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়ে ছয় মাসের ট্রেনিং করিয়ে সরকারি রেজিষ্ট্রেশন সহ সার্টিফিকেট এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই প্রতারিত হয়েছে বেশ কিছু যুবক যুবতী। রবিবার কয়েকজন প্রতারিত মহিলার অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ ওই সংস্থার তিন কর্নধর যুবককে গ্রেপ্তার করে। এদিন ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 
অভিযোগকারীরা জানিয়েছেন, তাদের কাছ থেকে প্রথমে চার হাজার টাকা নেয় ওই সংস্থা। কিন্তু পরবর্তীতে আবার ফোন করে বিভিন্ন জনকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা চাওয়া হয় সরাসরি ভালো জায়গায় কাজ দেবার নাম করে। সেখানে কোন ট্রেনিং তো হয়নি আবার সরাসরি কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেই সন্দেহ হয় তদের। তারা বিষয়টি নিয়ে গঙ্গারামপুর থানায় জানায়। অভিযোগ পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ গোপনে তদন্ত শুরু করে। এদিন ওই ভুয়ো সংস্থার তিন কর্ণধারকে গ্রেপ্তার করে।

Comments :0

Login to leave a comment