কামব্যাক হলনা রিয়াল মাদ্রিদের। আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে দুই পর্ব মিলিয়ে ৪-১ ফলাফলে পরাজিত হল রিয়াল। ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। রিয়ালের গোলদাতা ভিনিসিয়াস। আর্সেনালের গোলদাতা সাকা ও মার্টিনেলি। আন্সেলত্তিকে নিয়ে এবার হয়ত চিন্তাভাবনার সময় এসে গেছে রিয়াল ম্যানেজমেন্টের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরও ট্রফি জয়ের হাতছানি রয়েছে মাদ্রিদের সামনে।কোপা দেল রেতে বার্সার মুখোমুখি হবে তারা। এছাড়াও সুযোগ রয়েছে লালিগাতেও। অন্য ম্যাচে ২-২ গোলে ড্র হল ইন্টার মিলান ও বায়ার্নের ম্যাচ। দুই পর্ব মিলিয়ে ৪-৩ ফলাফলে জিতে সেমিতে প্রবেশ করল ইন্টার মিলান। আগামী ৩০ এপ্রিল পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। ১মে ইন্টারের মুখোমুখি হবে বার্সিলোনা।
UEFA CHAMPIONS LEAGUE
UEFA CHAMPIONS LEAGUE

×
Comments :0