UEFA CHAMPIONS LEAGUE

প্রত্যাবর্তনের আশায় রিয়াল মাদ্রিদ

খেলা

RM vs ARS ছবি সৌজন্য - রিয়াল মাদ্রিদ অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার রাতে ( বৃহস্পতিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।  গত পর্বের ম্যাচে ৩-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ।  ১৯৭৫ সালে ডার্বি কাউন্টির কাছে ৪-১ গোলে হেরেছিল ' লস ব্ল্যাঙ্কস '। পরের পর্বের ম্যাচে ঘরের মাঠে ৫-১ গোলে জিতেছিল তারা। তারপর ৩ গোলে ব্যাবধানে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্বের ম্যাচ তারা আর জেতেনি। ২০১২ তে ডর্টমিউন্ডের কাছে ৪-১ গোলে হেরে পরের পর্বে ২ গোল দিলেও ফাইনালে উঠতে পারেনি তারা। সান্তিয়াগো বার্নাব্যুর আচ্ছাদিত স্টেডিয়ামের মাটিতে যেখানে পা ফেললেই আকাশ দেখা যায়না। সেই স্টেডিয়ামেই মায়াবী রাতে মাদ্রিদিস্তাদের স্বপ্নের সদাগর হতে পারেন ভিনি, এমব্যপে, বেলিংহ্যম, রড্রিগোরা। আন্সেলত্তির ট্যাকটিক্স নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তারও প্রমাণ করার ম্যাচ বুধবার। এর আগে বহু ঐতিহাসিক প্রত্যাবর্তনের ম্যাচ দেখেছে সান্তিয়াগো বার্নাব্যু। এই ম্যাচে রিয়াল জিততে পারলে তা হবে ক্লাব ফুটবলের অন্যতম সেরা প্রত্যাবর্তন। রাইসের ফ্রি কিকগুলি বুধবার রোখার দায়িত্ব নিতে হবে কর্তুয়াকেই। ম্যাচ শুরু রাত ১২: ৩০টায়।

Comments :0

Login to leave a comment