মীর আফরোজ জামান: ঢাকা
আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
এর আগে চট্টগ্রামে বাংলা নববর্ষের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়। এই অনুষ্ঠান অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চিন্তার প্রকাশ হিসেবে পালিত হয়।
মঙ্গলবার রাত তিনটে নাগাদ মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, চিত্রকর্ম এবং কারুকার্য পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে এই হামলা হয়ে থাকতে পারে। তবে শিল্পীর পরিবারের দাবি, মানবেন্দ্র ঘোষ শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণ করেননি।
শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, 'আগুনে আমার চিত্রশিল্প ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সরকারের হস্তক্ষেপের অনুরোধ করছি।’
এর আগে চট্টগ্রাম শহরের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর হয়। ঘটনাস্থল থেকে আটক ৫ জনকে ছেড়েও দেয় পুলিশ।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামলা ও ভাঙচুরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক জোটের চট্টগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা।
Comments :0