BUDDHADEV BHATTACHARYA

এ লড়াই জিততে হবে, আহ্বান বুদ্ধদেব ভট্টাচার্যের

রাজ্য লোকসভা ২০২৪

সিপিআই(এম) প্রকাশিত ভিডিও’র স্ক্রিনশট।

বুদ্ধদেব ভট্টচার্যের বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করল সিপিআই(এম)। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বানানো হয়েছে এই ভিডিও। 


শুরুই করছে এই ভিডিও, ‘‘নমস্কার, কেমন আছেন সকলে?’’ তারপরই ভেসে আসছে, ‘‘দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর।’’
ভিডিও-তে শোনা যাচ্ছে সন্দেশখালি নিয়ে বলতে। বলা হচ্ছে, ‘‘সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনও ক্ষমা নেই।’’
ভিডিও-তে শোনা যাচ্ছে, ‘‘রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে।’’
একেবারে শেষে ভিডিও-তে আহ্বান, ‘‘এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে।’’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন