ISRAEL SANCTIONS BELGIUM

ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

নরওয়ের অসলো স্টেশনে শবদেহের মতো শায়িত থেকে প্রতিবাদ।

ইজরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে বেলজিয়াম। বিশেষ করে যুদ্ধ ঘোষণার পর ইজরায়েল গাজার হাসপাতালে বোমা ফেলায় ক্ষোভ জানিয়েছে বেলজিয়াম। 

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী পেট্রা ডি সুটার সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘লাগাতার বোমাবৃষ্টি অমানবিক। ইজরায়েলের উপর নিষেধাজ্ঞা জারির সময় এসেছে।’’ 

বেলজিয়ামের ‘নিউজব্ল্যাড’ সংবাদ প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে সুটারের মন্তব্য, ‘‘পরিষ্কার বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক বিধিনিয়মের তোয়াক্কা করে না ইজরায়েল। যুদ্ধবিরতির পক্ষে আন্তর্জাতিক জনমতকে উপেক্ষা করাই ইজরায়েল নীতি হিসেবে গ্রহণ করেছে।’’

সুটার বলেছেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নকে এখনই ইজরায়েলের সঙ্গে যাবতীয় সমডপর্ক স্থগিত রাখার ঘোষণা করতে হবে। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নে সেই দাবি তুলবে।’’

ইউরিোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র খোলাখুলি সমর্থন জানিয়েছে ইজরায়েলকে। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির দাবি তীব্র হচ্ছে আন্তর্জাতিক স্তরে। রাষ্ট্রসঙ্ঘে যুদ্ধবিরতির পক্ষে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে পশ্চিমী দুনিয়া। তাদের সঙ্গে তাল মিলিয়ে ভারতও ভোটদানে বিরত থেকেছে। কিন্তু ১২০ দেশের সমর্থনে বিপুল সংখ্যাধিক্যে পাশ হয়েছে যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাবই।’’ 

চলতি সপ্তাহেই ইজরায়েলের বিপক্ষে কড়া অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ইজরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে দক্ষিণ আফ্রিকা গাজায় বোমাবর্ষণের কড়া প্রতিবাদ জানিয়েছে কূটনৈতিক স্তরে। দক্ষিণ আফ্রিকার সরকারি কূটনৈতিক বিবৃতিতে ইজরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দেওয়া হয়েছে।

নরওয়েতেও অভিনব প্রতিবাদ হয়েছে। সারি সারি শবদেহের মতে শায়িত থেকে অসলো স্টেশনে প্রতিবাদীরা ধিক্কার জানিয়েছেন গণহত্যাকে। 

তবে বেলজিয়ামের কড়া অবস্থান ইজরায়েলের ইউরোপীয় মিত্রদের পক্ষে সমস্যার হতে পারে। কারণ নিষেধাজ্ঞা জারির দাবি আসলে অর্থনৈতিক লেনদেন, সহায়তা এবং রাজনৈতিক স্তরে সহযোগিতাকে বন্ধ রাখার জন্য চাপ তৈরি করবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই। 

সুটার গাজার হামাসের বিপক্ষেও সরব হয়েছেন। তিনি বলেছেন, ‘‘হামসকে কারা কিভাবে অর্থ সাহায্য দিচ্ছে তা দেখার জন্য হেগের আন্তর্জাতিক আদালতকে সক্রিয় হতে হবে। পাশাপাশি হাসপাতালে হামাসের গোপন সামরিক ঘাঁটির অভিযোগ তুলে বোমা বর্ষণ করছে ইজরায়েল। হাসপাতালে তদন্ত চালাতে হবে আন্তর্জাতিক আদালতকে। এই বক্তব্যের আদৌ কোনও সত্যতা রয়েছে কিনা খুঁজে দেখতে হবে।’’ 

বিশ্ব জনমতের কারণেই এখন ইউরোপের একাধিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে সমর্থন জানালেও সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইজরায়েলকে। তবে প্রধানমন্ত্রী নেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির ভাবনা এখন নেই। গাজার মাটিতে অনির্দিষ্ট কালের দখলদারি কায়েমই মূল লক্ষ্য। 

Comments :0

Login to leave a comment