বগটুইয়ে তৃণমূলের উপ প্রধান ভাদু সেখ খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। ভাদু খুনে মূল চক্রী বলে যাকে চিহ্নিত করেছিল সিবিআই, পলাতক থাকা সেই পলাশ সেখ অবশেষে ধরা পড়েছে সিবিআইয়ের জালে। জানা গিয়েছে, বুধবার সকালে রামপুরহাট থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রামপুরহাট আদালতে তোলা হবে। উল্লেখ্য, ভাদু সেখ খুনের বদলায় এই পলাশ সেখের দুই মামী, মামাতো বোন, মাসি সহ ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছিল। ভাদু খুন ও বগটুই গণহত্যা দুইয়ের তদন্ত করছে সিবিআই। ভাদু খুনে প্রথম যে চার্জশিট সিবিআই আদালতে পেশ করেছিল তাতে পলাশ সেখের নাম ছিল প্রথমেই।
বগটুইয়ে তৃণমূলের উপ প্রধান ভাদু সেখ খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। ভাদু খুনে মূল চক্রী বলে যাকে চিহ্নিত করেছিল সিবিআই, পলাতক থাকা সেই পলাশ সেখ অবশেষে ধরা পড়েছে সিবিআইয়ের জালে। জানা গিয়েছে, বুধবার সকালে রামপুরহাট থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রামপুরহাট আদালতে তোলা হবে। উল্লেখ্য, ভাদু সেখ খুনের বদলায় এই পলাশ সেখের দুই মামী, মামাতো বোন, মাসি সহ ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছিল। ভাদু খুন ও বগটুই গণহত্যা দুইয়ের তদন্ত করছে সিবিআই। ভাদু খুনে প্রথম যে চার্জশিট সিবিআই আদালতে পেশ করেছিল তাতে পলাশ সেখের নাম ছিল প্রথমেই।
মন্তব্যসমূহ :0