গঙ্গার জলে ভেসে এসে মালদহের ভূতনীর দক্ষিণ চন্ডীপুরের একটি বুথের একই পরিবারের ৫ জনকে আক্রমণ করেছে বুনো শূকরের পাল।
আহত হয়েছেন ধনপতি মন্ডল (৬২), জয়দেব মন্ডল (৪৬), জয় কুমার মন্ডল (৩৭), সঞ্জীব মন্ডল (২৫), মায়া মন্ডল (২৩)।
দক্ষিণ চণ্ডীপুর হাইস্কুল এলাকায় আহতদের চিকিৎসা চলছে। এলাকায় গিয়েছেন দেবজ্যোতি সিন্হা সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Bhootni Boar Attack
হামলা বুনো শূকরের, ভূতনীতে আহত ৫

×
Comments :0