INDIA AUTRALIA

দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় দিনে ব্যাকফুটে ভারত

খেলা

অ্যাডিলেডে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বেশ কিছুটা ব্যাকফুটেই রয়েছে ভারতীয় দল। 
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দল করে ৩৩৭ রান। ভারতের বিরুদ্ধে বিধ্বংসী পারফরমেন্স বজায় রেখেছেন ট্রাভিস হেড। ১৪১ বল খেলে তিনি করেন ১৪০ রান। বুঝিয়ে দিয়েছেন পিচে জুজু নেই। সিরাজের বলে আউট হন তিনি। ট্রাভিস ছাড়াও লাবুশেন করেন ৬৪ রান ১২৬ বল খেলে। উসমান করেন ১৩ রান। দু’জনই আউট হন বুমরার বলে। বুমরা ও সিরাজ তিনটি করে উইকেট নেন। 
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত পিছিয়ে ২৯ রানে। স্কোর ১২৮ রানে ৫ উইকেট। প্যাট কামিন্স ও স্কটের বলে যশস্বী( ২৪ রান ) ও রাহুল ( ৭ রান ) আউট হওয়ার পর নামেন গিল।  তিনি ৩০ বল খেলে ২৮ করে আউট হন স্টার্কের বলে। কোহলি করেন মাত্র ১১ রান। ক্রিজে রয়েছেন পন্থ ( ২৮ রান ) ও নীতিশ ( ১৫ রান ) ।

Comments :0

Login to leave a comment