কলকাতার গিরিশ পার্ক এলাকার অটো চালক ইউনিয়ন নেতা রবি বসাক জানাচ্ছেন কেন শ্রমজীবী মানুষ ব্রিগেডে জড়ো হবেন। তিনি বলেন, অটো চালকদের অবস্থা ভয়ঙ্কর। পুলিশি জরিমানা, নতুন পরিবহণ আইনের ফলে শুধু অটো চালক নয়, সমগ্র পরিবহন শ্রমিকদের অবস্থা নাজেহাল। বামফ্রন্ট সরকারের সময় সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, বর্তমান সরকার সেই সামাজিক সুরক্ষা তুলে দিয়েছে। সামাজিক সুরক্ষার অধীনে যে যে প্রকল্প গুলি ছিল তা তুলে দিয়েছে বর্তমান সরকার। (দেখুন ভিডিও)
তিনি আরও জানাচ্ছেন, মোটর ভেহিকল সংশোধন আইনে জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা, পরে তা ৫০০ টাকা হয়ে গেলো। নতুন আইন প্রণয়ন হলে শ্রমিকরা আরও সমস্যার সম্মুখীন হবেন। পরিবহণ শ্রমিকদের দৈনিক ন্যূনতম আয় কোভিড পরিস্থিতির পর প্রায় অর্ধেক হয়ে গেছে। তাহলে তাঁর পরিবার চলবে কী করে?
রবি জানাচ্ছেন, "শুধু পরিবহন সংক্রান্ত বিষয় নয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রোজকার সমস্যা বাড়ছে। ওষুধের দাম বেড়েই চলছে। আয় না বাড়লে কী ভাবে চলবে? আমাদের দাবি ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার করে হবে। এই সমস্যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা বেশি সমস্যায়। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা বেহাল অবস্থা। তৃণমূলের সরকারের দুর্নীতি করেই চলছে। শিক্ষা থেকে রেশন, নিয়োগ থেকে কয়লা পাচার। এই সবের বিরুদ্ধে আমাদের ব্রিগেডে যেতে হবে।
Brigade Campaign
কেন ব্রিগেড যাবেন, বলছেন অটো চালক রবি বসাক, দেখুন ভিডিও

×
Comments :0