মোহনবাগানে গুমোট পরিবেশ। থমথমে আবহ। অনুশীলন শেষে শোনা গেল না, জেমি ম্যাকলারেনদের নামে স্লোগান। নেই সেলফি তোলার আবদার। ফুটবলারদের আসা যাওয়া ভাবলেশহীন মনোভাবে। বাগান অনুশীলনের ছবিটা কেমন যেন অচেনা!
বৃহস্পতিবার গোকুলাম কেরালার বিরুদ্ধে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ কিশোরভারতী স্টেডিয়ামে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। গোকুলামের বিরুদ্ধে একটা জয় সব কিছু বদলে দেবে। সমর্থকরাও হয়তো সব ভুলে দলকে সমর্থন করবেন। শিল্ডের প্রথম ম্যাচ বাগান শিবির জিততে মরিয়া, মাঠের বাইরের পরিস্থিতির দিকে নজর না দিয়ে অনুশীলনে মনোযোগী বাগান ফুটবলাররা।
পূর্ণ শক্তির দলকে নিয়েই শিল্ডে খেলতে নামছে সবুজ মেরুন শিবির। গোকুলামের বিরুদ্ধে প্রথম একাদশে চার বিদেশি খেলবেন। ডিফেন্সে মেহতাবের সঙ্গে আলবার্তো রদ্রিগেজ, দুই সাইড ব্যাক আশিস রাই ও অভিষেক সিং। মাঝমাঠে আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপা, লেফট উইংয়ে রবসন রবিনহো, রাইট উইংয়ে মনবীর সিং। নাম্বার টেনের ভূমিকায় জেসন কামিংস। একমাত্র স্ট্রাইকার হিসেবে জেমি। গোকুলামের বিরুদ্ধে প্র্যাকটিসে মূলত সেটপিসে জোর দিয়েছেন মোলিনা। শিল্ড অভিযানে নামার আগে বাগানের সিনিয়র দল মাত্র চারটি ম্যাচ খেলেছে, আহাল এফ সি’ র বিরুদ্ধে স্পষ্ট হয়েছিল, বাগান ফুটবলারদের ম্যাচ ফিটনেসের অভাব। গোকুলামের বিরুদ্ধে দলের ফিটনেস ভোগাতে পারে বাগানকে। কেরালার দলটি বিদেশি সমৃদ্ধ দল, ফলে লড়াইটা একেবারেই সহজ হবে না মোলিনার দলের পক্ষে।
Mohun Bagan
আজ নামছে মোহনবাগান

×
Comments :0