Brigade Nirapada Sardar

ব্রিগেডে ইতিহাস গড়বেন গ্রামবাংলার মানুষ: নিরাপদ সর্দার

রাজ্য জেলা

মালদহে ব্রিগেডের প্রচার।

প্রচার শুরু হয়েছে ব্রিগেডের। এই ব্রিগেড অন্যকম। এই ব্রিগেডে ইতিহাস লিখবেন গ্রামবাংলার খেটে খাওয়া নরনারী, যুবরা। 
বুধবার একথা বলেছেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। এদিন মালদায় প্রচার কর্মসূচিতে যোগ দেওয়ার পর একথা বলেন তিনি।
কৃষক-শ্রমিক-খেতমজুরদের ডাকে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ।
সর্দার বলেন, গ্রাম বাংলায় চাটাই পেতে আলোচনা হচ্ছে। শহরে মহল্লায় আলোচনা চলছে। গরিব মানুষের মধ্যে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, দেশে এবং রাজ্যে বাজেট পেশ হয়েছে। সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ। বঞ্চিত গ্রামের গরিবরা। দিল্লির সরকার আর রাজ্য সরকার- দুই সরকারকে দেখছেন মানুষ। মানুষ দেখছেন রাজ্যের সরকার কিভাবে কয়েকজনকে সম্পদ আত্মসাতের ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে দেওয়া হচ্ছে। কিভাবে কাজের সুযোগ সম্ভাবনা ধ্বংস করা হচ্ছে। গ্রামে স্কুল কলেজ বন্ধ। মা-বোনেরা আরও আক্রমণের মুখে পড়ছেন। তিনি বলেন, আইসিডিএস’র বরাদ্দ কমছে। কম ওজনের শিশুদের জন্ম দিতে বাধ্য হবেন মায়েরা। একশো দিনের কাজ বন্ধ। এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ভিনরাজ্যে। গরিব মানুষকে বিচ্ছিন্ন করার চক্রান্ত গ্রামের শিক্ষিত যুবকরাও বুঝছেন। এই ব্রিগেডে তাঁরাও আসছেন।  
বুধবার মালদহে ব্রিগেডের প্রচারে কর্মসূচিতে যোগ দেন নিরাপদ সর্দার। সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদা জেলা সম্পাদক জামিল ফিরদৌস এবং সভাপতি বিশ্বনাথ ঘোষ সহ নেতৃবৃন্দ অংশ নেন। 
দাবি ওঠে, রেগা ও আবাস প্রকল্পের সার্বিক রূপায়ন করতে হবে। দাবি ওঠে, গরিবের টাকা মারা চোরদের শাস্তি চাই। বছরে ২০০ দিন কাজ ৬০০ টাকা দৈনিক মজুরি চাই। গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান করতে হবে। আরজিকর কাণ্ডের তিলোত্তমার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। নারীদের সুরক্ষা দিতে হবে। জনস্বার্থে ওয়াকফ বোর্ডের সম্পত্তির হিসাব প্রকাশ করতে হবে। জনস্বার্থে ওয়াকফ বোর্ডের বেদখল সম্পত্তি উদ্ধার করতে হবে।

Comments :0

Login to leave a comment