BRIGADE TODAY PROGRAMME

ব্রিগেডে শুরু সমাবেশ, মঞ্চে চলছে গান

রাজ্য কলকাতা

রবিবার ব্রিগেডের অনুষ্ঠান।

ব্রিগেডে ডিওয়াইএফআই’র ডাকে সমাবেশের কাজ শুরু হয়েছে। মঞ্চে এখন চলছে গান। রয়েছেন ইনসাফ যাত্রার পদযাত্রীরা। পাশেই ছবি আঁকছেন শিল্পীরা। 

যৌবনের ডাকে জনতার ব্রিগেডে সাড়া কেমন বোঝা যাচ্ছে ঘোষণা থেকেই। যুব নেতৃবৃন্দ বেলা ১টা থেকে বলছেন যে মাঠের বাইরের দিক থেকে ভেতরে চলে আসতে। কারণ এত মিছিল ঢুকছে যে জায়গা দেওয়া যাবে না। 
দুর্নীতি-দুষ্কৃতীবাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল শুরু টালিগঞ্জ থেকে। ব্রিগেডের দিকে এই মিছিলে ঢল জনতার। রয়েছেন যুবরা, ব্যাপক সংখ্যায়।
রবিবার বেলা ১টার আগেই কলকাতা জুড়ে কেবল এমনই ছবি। রেলপথ, স্থলপথ তো বটেই। জনতা আসছেন জলপথেও। ট্রেনের গোলমাল থামাতে পারেনি অদম্য জেদকে। প্রতিবাদের তরঙ্গস্রোত সব বাধা ঠেলে ব্রিগেডে। 
শিয়ালদহ স্টেশনেই এখন জমায়েত করা যায়। ট্রেন বাতিল, সূচিতে বদল করেছে রেল। তবু শনিবার রাত থেকেই কোনক্রমে ঠাসাঠাসি করে ব্রিগেড অভিমুখে আসছেন জনতা। রবিবার বেলা বারোটায় এই ছবিই শিয়ালদহে। 
কিছু আগেই খবর এসেছে উলুবেড়িয়া থেকে। ট্রেন বাতিল থাকায় নৌকায় চড়ে জনতা আসছেন ব্রিগেডে। 
আর দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দলুয়াখাকিতে সাহসী জমায়েত পার্ক সার্কে রবিবার সকালেই। তারও গন্তব্য ব্রিগেড। যৌবনের ডাকে জনতার ব্রিগেড।

Comments :0

Login to leave a comment