অনিন্দ্য হাজরা
মেগা কাউন্ট ডাউনের অপেক্ষায় ব্রিগেড। বেলা ১১টা নাগাদই আভাস মিলছে জন বিস্ফোরণের বহরের। মঞ্চের সামনের অংশ, এবং দুই পাশের অংশ ইতিমধ্যেই প্রায় ভর্তি হয়ে গিয়েছে। যদিও এখনও জেলাগুলির সংগঠিত জমায়েত এখনও ঢুকতেই শুরু করেনি। ব্রিগেডের মাঠে উপস্থিত জনতার এই অংশ স্বতঃস্ফূর্ত ভাবে ময়দানে এসেছেন।
রাত জেগে সাজানো হয়েছে মাঠ। সাজানো হয়েছে মঞ্চ। ডিওয়াইএফআই’র পতাকার লাল তারা মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে। সকাল থেকে কলকাতার রাস্তায় জনস্রোত চলছে। যুব এবং ছাত্র নেতৃবৃন্দ জানিয়েছেন, বামপন্থী সমর্থক এবং কর্মীদের বাইরেও বহু মানুষ এসেছেন লড়াইয়ের বার্তা নিয়ে। দাঙ্গাবাজ এবং দুর্নীতিবাজ লড়াই দুয়ের বিরুদ্ধেই। সেই লড়াইয়ে সঙ্গী হয়েছেন তাঁরা। প্রত্যাশা ছাপিয়ে হচ্ছে জনজমায়েত।
Comments :0