Siliguri CPIM

একাধিক দাবিতে সিপিআই(এম)’র অবস্থান বিক্ষোভ শিলিগুড়িতে

জেলা

‘ডবল ইঞ্জিন ফেল’ পৌর নিগমের শ্রমিক কর্মচারী এবং জনসাধারণের দাবি আদায়ের লক্ষ্যে সিপিআই(এম) শিলিগুড়ি ৪ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি হয়েছে। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪নং বোরোর চেয়ারম্যান ও বোরো আধিকারিকের হাতে শুক্রবার ৮দফা দাবি এবং পৌর কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের সুনির্দিষ্ট ৪ দফা দাবি সহ মোট ১২দফা দাবিকে সামনে রেখে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে ৪ নম্বর বোরোর অন্তর্গত ওয়ার্ডগুলির পানীয় জলের সমস্যার সমাধান করা, বর্তমান সময়ে মশার উপদ্রব প্রতিরোধে পর্যাপ্ত পরিমান তেল, ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করা, খালি জমি পরিষ্কারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করা, বেহাল রাস্তা ও হাইড্রেনগুলির সংষ্কার, শহরে বেআইনী নির্মান রুখতে ব্যবস্থা গ্রহণ, ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়ন, সামাজিক প্রকল্প ও বিভিন্ন সরকারী জমিতে বসবাসকারী গরীব মানুষদের পাট্টা দেবার ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়াও শহরের মূল রাস্তাগুলি বন্ধ রেখে অপরিকল্পিতভাবে কাজ করার জন্য সাধারণ মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এবিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবিও তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে। পাশাপাশি বিগত বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী কর্মীদের প্রতিবছর ১০ শতাংশ মজুরী বৃদ্ধি হচ্ছে না কেন? ওয়ার্ডগুলিতে পর্যাপ্ত শ্রমিক দেওয়া, শ্রমিকদের কাজের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেওয়া, শ্রমিকদের বদলি করা নিয়ে বিমাতৃসুলভ আচরন বন্ধ করা ইত্যাদি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের কিছু নির্দিষ্ট দাবিরও উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে। 

Comments :0

Login to leave a comment