Bypoll in Bengal's Dhupguri Assembly

দিনভর প্রচার চলল ধূপগুড়িতে

জেলা

Bypoll in Bengals Dhupguri Assembly ক্যাপশন- পাট গুদামের শ্রমিকদের মধ্যে ভোট প্রচারে মহিলারা। ছবি সঞ্জিত দে।

বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়ের সমর্থনে দিনভর বিরতিহীন প্রচার চলছে ধূপগুড়ি বিধান সভার উপনির্বাচনের। ভোট প্রচারের সাথে সাথে চলছে আগামী ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় জনসভার প্রচার। এই জনসভায় বক্তব্য রাখতে আসছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি। বৃহস্পতিবার সকালে মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সভানেত্রী ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায় জেলা সম্পাদিকা রীনা সরকারের নেতৃত্বে জেলার কয়েকজন এবং ধূপগুড়ির কয়েকজন মহিলা নেত্রী প্রচার শুরু করেন শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে। বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের ডেকে নিয়ে তাদের সাথে ব্যাক্তিগত আলাপচারিতায় ভোটের কথা বলেন। মমতা রায় বলেন, অনেক পরিবার এদিন আমাদের কাছে তাদের যন্ত্রণা তুলে ধরেন। অনেক বাড়ির মহিলারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে ভাবে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে তাতে সংসার চালানো বড় দায় হয়ে উঠেছে। অনেকে আবার বলেন, রোজ টিভি খুললেই দেখা শোনা যায় রাজ্যের নেতা মন্ত্রীদের চুরির খবর। ঘরে ছেলে মেয়েরা পাশ করে বসে আছে এদের কি আর চাকরি বাকরির আশা আছে?  


মহিলা নেত্রীরা জানালেন, বাড়ি বাড়ি ঘুরে যে অভিজ্ঞতা হল এই অভিজ্ঞতা নিয়েই আমাদের আগামী দিনে আরও আন্দোলনে নামতে হবে। 
৩ নম্বর ওয়ার্ডের থেকে ৪ নম্বর ওয়ার্ডের  মিল পাড়ায় প্রচার করে বিদ্যাসাগর কলোনি এলাকায় প্রচার করার সময় প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় এসে যোগ দেন। তিনিও মহিলাদের সাথে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। মহিলারা এই প্রচার করার সময়  চলতি পথে পাটের গোডাউনে গিয়ে কর্মরত  শ্রমিকদের কাছে গিয়ে কথা বলেন প্রার্থী।

Comments :0

Login to leave a comment