CHANDRAYAAN SHARE PRICE

বিজ্ঞানের সঙ্গে বাণিজ্যও, বাড়ছে ‘চন্দ্রযান’-এ যুক্ত সংস্থার শেয়ার দর

জাতীয়

শেয়ার বাজারে বাড়ছে চন্দ্রযান-৩’র সঙ্গে যুক্ত বিভিন্ন বেসরকারি সংস্থার চাহিদা। শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে। গত প্রায় সাত দিনের এই প্রবণতা নথিভুক্ত করেছে বাণিজ্য বিষয়ক সংবাদ প্রতিষ্ঠান ‘ব্লুমবার্গ’। 

চন্দ্রযান বা মহাকাশ অভিযানের বিভিন্ন ধাপ থাকে। প্রপালশন মডিউল থেকে একেবারে ল্যান্ডার ব্যবস্থা চাঁদের মাটিতে পৌঁছে দেয় রোভার বা সেই যন্ত্রকে যা ঘুরে ঘুরে তথ্য পাঠাতে পারে। চন্দ্রযান-৩’র বিভিন্ন ধাপে সরঞ্জাম নেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার থেকে। তার মধ্যে যেমন বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে, তেমনই রয়েছে বেতার যোগাযোগের সরঞ্জাম। রয়েছে ধাতব গিয়ার। 

 শিল্প ক্ষেত্রে গ্যাস সরবরাহকারী সংস্থা লিন্ডে ইন্ডিয়ার শেয়ার দর ২৩ শতাংশ বেড়েছে সাত দিনে। বৈদ্যুতিন সরঞ্জাম সরবরহাকারী সংস্থা সেন্টাম ইলেকট্রনিক্সের বেড়েছে ১১ শতাংশ। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার কোটি টাকা বেড়ে চন্দ্রযানে যুক্ত সংস্থাগুলির শেয়ারের দাম। 

Comments :0

Login to leave a comment