Jalpaiguri storm

ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ লোকশিল্পীদের

জেলা

লোকশিল্পী সঙ্ঘের সদস্যরা গান গেয়ে সাহায্যের আবেদন করছেন

গত রবিবারের বিধ্বংসী ঝড় ধ্বংসলীলা চালিয়েছিল ময়নাগুড়ি ব্লকের বার্নিশ সহ একাধিক গ্রামে। ঝড়ে গ্রামগুলি ধ্বংসস্তপে পরিণত হয়। গৃহহীন হয়ে ট্রিপল টাঙিয়ে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন আট শতাধিক পরিবার। পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সঙ্ঘের শিল্পীরা। কয়েক মিনিটের ঝড়ে একেবারে সহায় সম্বলহীন আর্ত মানুষদের জন্য গান বেঁধে পথে নামলেন পশ্চিম বঙ্গ আদিবাসী লোক শিল্পী সঙ্ঘের শিল্পীরা। শনিবার সকালে কৃষি নিয়ন্ত্রিত বাজারে লোক শিল্পীরা গান গেয়ে পথ চলতে চলতে হাটের ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষের কাছে সাহায্যের আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা উল্লেখ করে সাহায্য করার মানবিক  আবেদন করে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি ঈশ্বর চন্দ্র রায়। কৃষি নিয়ন্ত্রিত বাজার ঘুরে লোক শিল্পীদের গানের দল শহরের বিভিন্ন পথ ঘুরে চলতে থাকেন। বেলা দুইটার সময় এই কর্মসূচি শেষ  করা হয়। ঈশ্বর চন্দ্র রায় জানান এই কর্মসূচিতে ষোল হাজার টাকা সংগৃহীত হয়েছে। সমস্ত অর্থ বিপদগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া  হবে।

Comments :0

Login to leave a comment