Kolkata CONSTRUCTION

মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়লো কার্ণিস

কলকাতা

মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে তিনতলা বাড়ির কার্ণিস ভেঙেছে। রবিবার ভোর চারটা নাগাদ ঘটনাটি ঘটে ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১/৩ এ পরম হংস দেব রোডে এই ঘটনা ঘটে। ভোরের দিকে আচমকা ওই তিনতলা বাড়ির কার্ণিস ভেঙে পাশের ফুটপাতে এসে পড়ে। ভোরে লোকজন না থাকার জন্য কোনও প্রানহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ফুটপাতে থাকা একটি গাড়ি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

মেয়রের বিধানসভা এলাকাতেই গত ১৭ মার্চ ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মিয়মান বাড়ি ভেঙে পড়ে। এই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। পৌরসভার আইন অমান্য করে বহুতল নির্মাণ হচ্ছিল। ঘিঞ্জি এলাকা, রাস্তা তিন ফুটের। তবুও সেখানে বহুতলের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বছর দুয়েক আগে থেকে তৈরি হচ্ছিল এই বিল্ডিং। বেআইনি বহুতলে নির্মানের বিষয়ে মেয়র কি কিছুই জানতেন না প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষের একাংশ। তাদের দাবি, অবৈধ ভাবে আরও অনের বহুতল সেই এলাকায় নির্মাণ করা হয়েছে বিগত কয়েক বছর। 

Comments :0

Login to leave a comment